সাঁথিয়া( পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়ায় ২১ জুলাই বিকালে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হযেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে ও আব্দুল বারেক মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন পাবনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফজলুল বারী সান্টু, উপজেলা বিএনপির সাবেক সদস্য ফজলুল হক,উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম, ক্ষেতুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার ও কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম পিন্টু প্রমুখ।
সমাবেশ শেষে ভিপি শামসুর রহমানের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বনগ্রাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশটি পরিচালননা করেন উপজেলা বিএনপির সাবেক সহসধারণ সম্পাদক সেলিম খান।







