সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় আন্তর্জাতিক নারী প্রতিরক্ষা পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও পৌরসভার উদ্যোগে র্যালী, আলোচনা সভা, অদম্য নারীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। পরে ৩জন অদম্য নারীকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অপরদিকে সাঁথিয়া পৌরসভার উদ্দ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রথান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসিফ রায়হানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। আরো বক্তব্য দেন সমাজ সেবা কর্মকর্তা গোলাম সরোয়ার, পৌর নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।#







