২৭শে অক্টোবর, ২০২৫ 🔻 ১১ই কার্তিক, ১৪৩২🔻 ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথিদের নিয়ে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাথিয়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথিদের নিয়ে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বুধবার (৮ আক্টোবর) সকালে সাঁথিয়া ব্র্যাক অফিস কার্যালয়ে পাবনা জেলা ব্যবস্থাপক সেলপ) ত্রিদীপ চন্দ্র গোলদার এর সভাপতিত্বে ও সাঁথিয়ার সেলপ অফিসার আমিনুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগির কবির, সাথিয়া সি.ও (সেলপ)আয়েশা খাতুনসহ সুধীজন।
প্রধান অতিথি সাঁথিয়ায় ব্র্যাকের উদ্দ্যোগে যে সব মেয়েরা বয়স আঠারো পার করেছেন তাদেরকে সনদ ও রজনী গন্ধা টিকার দিয়ে বরণ করে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন বাল্য বিবাহ রোধে যে কর্মসূচী হাতে নিয়েছে তা প্রশংসা পওয়ার যোগ্য রাখেন। তাদের এই মহৎ কাজকে সাধুবাদ জানা।