৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় শুরু হয়েছে পরিবেশবিরোধী গাছের চারা নিধন কার্যক্রম

শেয়ার করুন:

প্রথম দিনেই ১৩ হাজার ৬০০ ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ কেটে ফেলা হয়

পাবনার সাঁথিয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্ষতিকর আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।
বুধবার (২ জুলাই) সকালে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুবাড়িয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।

এই কর্মসূচির আওতায় বিষ্ণুবাড়িয়া গ্রামের তানিয়া, রুবেল, আসাদ ও জলিল পরিচালিত চারটি নার্সারিতে থাকা আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ১৩ হাজার ৬০০টি চারা ধ্বংস করা হয়।

সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীত কুমার গোসামী জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন নার্সারি থেকে মোট ৪৬ হাজার ৯০০টি গাছের চারা ধ্বংস করা হবে। এর মধ্যে মাত্র ১০০টি চারা আকাশমণি গাছের, বাকি সবই ইউক্যালিপটাস গাছের।

তিনি বলেন, “আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ মাটির পানি শোষণ করে, অন্যান্য গাছপালা ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে পরিবেশ রক্ষায় সরকার এসব গাছ নিষিদ্ধ করে নার্সারি থেকে চারা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।”

কৃষি কর্মকর্তা আরও জানান, “নার্সারিমালিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে চারা ধ্বংস কার্যক্রম শুরু করা হয়েছে। সরকার তাদের বৈধ ক্ষতির ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিয়েছে।”

এই কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে সাঁথিয়ায় টেকসই কৃষি ও প্রতিবেশ ব্যবস্থার ভিত্তি গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।