সাঁথিয়া, (পাবনা)সংবাদদাতা:পাবনার সাঁথিয়ায় সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আহনাফ তাহমিদ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পের ক্যাপ্টেন জনসচেতনতা মূলক কাজের সহযোগিতা চান। তিনি সাংবাদিকদের নিকট এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী, অবৈধ দখলদারী, চোরা কারবারি, অবৈধ অস্ত্র ব্যবহারকারী, সুদের কারবারি, যানবাহনের ভাড়া বৃদ্ধি ও যানজোট নিরেসনে তথ্য চান। তিনি বলেন এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে সেনা বাহিনী কাজ করে যাচ্ছে। বর্তমানে সেনাবাহিনী জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে। আমাদের নিকট সকল শ্রেণি পেশার মানুষ সমান। আমাদের কর্মকান্ডে কোন নিরাপরাধ মানুষ হয়রানী হোক তা আমরা চাই না। আমরা এ কোন কাজ করতে পারি না যাতে সেনাবাহিনীর মান ক্ষুন্ন হয়। সাঁথিয়ার সার্বিক নিরাপত্তার জন্য তিনি সাংবাদিকদের নিকট সহযোগিতা কামনা করেন। মত বিনিময় সভায় প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।##
Post Views: 204







