২৯শে অক্টোবর, ২০২৫ 🔻 ১৩ই কার্তিক, ১৪৩২🔻 ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়ায় সাত বছরের শিশু ধর্ষণ,  ধর্ষক আটক

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা)  প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সাত বছরের মাদ্রাসা ছাত্রীকে খাজা দেবার প্রলোভনে ধর্ষণ করেছে আনিছুর রহমান  আনিছ (৩৭) নামের এক বখাটে। সে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি পুর্বপাড়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে।  বৃহস্পতিবার বিকালে  আনিছকে আদালতে প্রেরন করে থানা পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, গত ১৬ জুলাই সকাল ১১ টার দিকে উপজেলার ধুলাউড়ি গুচ্ছ গ্রামে নজরুলের বাড়ীর ভাড়াটিয়া আমিরুল ইসলামের (ফরিদপুর উপজেলার ডেমড়া ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রাম)
সাত বছরের মাদ্রাসা পড়ুয়া মেয়ে খেলার জন্য পাশের  স- মিলে কাঠের গুড়া আনতে যায়। এ সময় স- মিলে কেউ না থাকার সু্যোগে আনিছুর রহমান আনিছ  খাজা দেবার প্রলোভন দিয়ে স- মিলের গুনের হাউজে নিয়ে মেয়েটির পায়ু পথে ধর্ষণ / বলৎকার করে। বাড়ি গিয়ে কাউকে না বলার জন্য বলে। পায়ু পথে ব্যথা হওয়ায় গত ২৩ জুলাই বিকালে তার মাকে বলৎকারের ঘটনা বলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দিলে ধুলাউড়ি ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হক ২৪ জুলাই দুপুরে ধুলাউড়ি থেকে আনিছকে আটক করে। এরিপোর্ট লেখা পর্যন্ত ( বিকাল ৪.৫৫ মিনিট) আনিছকে আদালতে প্ররনের প্রস্তুতি চলছিল।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান,  ধর্ষককে আটক করা হয়েছে। থানায় ধর্ষন মামলায় তাকে আদালতে প্রেরন করা হচ্ছে।  ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিক্যালে প্রেরনসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলছে।