সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার জেলার সাঁথিয়া উপজেলাধীন রাজাপুর রেল স্টেশনের একটি ভবনে জুয়ার আসর চলাকালীন সময়ে যৌথ বাহিনীর অভিযানে ৭ জন গ্রেপ্তার করেছে। এসময় তাদের নিকট থেকে নগদ দুই লাখ চার হাজার চার শত সাতান্ন টাকা, বেশ কয়েকটি মোবাইল সেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার রাজাপুর গ্রামের সাইদুল ইসলাম(৪৮), গোলাম মোস্তফা(৪৩), মকুল হোসেন(৪৭) হাসানপুর গ্রামের হেলাল উদ্দিন(৩৫),সুজানগর উপজেলার তেবিলা আদমপাড়া গ্রামের কামাল হোসেন(৩৭),দুলাই চরপাড়া গ্রামের আব্দুলর রশিদ(৫২), আন্ধারকোটা গ্রামের ফজলুল হক(৪৬)।
সরকারি প্রতিষ্ঠানে জুয়ার আসর পরিচালনার খবরে এলাকায় গভীর সমালোচনার সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত ০৭ জন জুয়ারি কে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করেছে সাঁথিয়া থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজাপুর রেল স্টেশনের গেটম্যানদের থাকার ভবনের একটি রুমে জুয়া খেলা অবস্থায় ০৭ জনকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ ও সাঁথিয়া সেনা ক্যাম্পের কর্মকর্তা বৃন্দ।
এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানজানান, জুয়া খেলা অবস্থায় ০৭ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার(২ ডিসেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।







