সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে সাঁথিয়া উপজেলা হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। সোমবার(৬ আক্টবর) বেলা ১০টায় বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করেন সাঁথিয়া উপজেলায় কর্মরত হেল্থ এসিস্ট্যান্ট গণ।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম ১লা অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি।
সাঁথিয়া উপজেলা হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি কাউসার হোসেনের সভাপতিত্বে ও সাঁথিয়া উপজেলা হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রাশেদুজ্জামানের সঞ্চালনায় কর্মবিরতি পালন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ইনচার্জ মোজাম্মেল হক, এএইচআই মোকছেদ, হেল্থ এসিস্ট্যান্ট আজমত হোসেন সহ সাঁথিয়া উপজেলায় কর্মরত হেল্থ এসিস্ট্যান্ট গণ।
কর্মবিরতি পালন বিষয়ে সাঁথিয়া উপজেলা হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি কাওসার হোসেন বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ উপেক্ষিত ও বঞ্চিত। আমাদের যৌক্তিক দাবি নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং, ১৪তম গ্রেডে আপগ্রেডেশন, সহ ৬ দফা দাবিতে আমরা কর্মবিরতি কর্মসূচী পালন করছি এবং দাবি মেনে না নেওয়া পর্যস্ত এ কর্মসূচি চলবে।







