৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ৭ ছাত্রলীগ সমথক গ্রেপ্তার

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ৭ ছাত্রলীগকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার ছেচানিয়া ব্রীজের ওপর থেকে একটি মাইক্রেবাসসহ কয়েকজন যুবক সরকার উৎখাতের পরিকল্পনা করছে।
উক্ত খবরের ভিত্তিতে মঙ্গলবার (১৩ মে) ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার আফড়া নদীশোখা গ্রামের মৃত ছালামের ছেলে রাব্বি(২০), মঙ্গল গ্রামের নাছিম উদ্দিনের ছেলে আমির হামজা(২৪), আটিয়াপাড়া গ্রামের নাজমুল হকের ছেলে মাসুদ রানা(২৫),আফড়া ভাদালিয়া পাড়া গ্রামের আব্দুল মন্ডলের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী নয়স হোসেন (১৯), মঙ্গল গ্রামের মোজাই প্রামানিকের ছেলে রুহুল হোসেন (২০), আফড়া উত্তরপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে শামীম(২৫), ছেচানিয়া গ্রামের মৃত ইনামুল হকের ছেলে ও মাইক্রো বাসের ডাইভার গোলাম ফারুক (৩০)কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে টিযা রং এর গেঞ্জি, হলুদ রং এর ক্যাপ, ব্যবহৃত লাঠি ও মাইক্রোবাস জব্দ করা হয়। আটককৃত সবাই ছাত্রলীগের কর্মী ও সমর্থক বলে জানাযায়।

এঘটনায় সাঁথিয়া থানার এস,আই আতিকুর রহমান বাদী হয়ে ১২জনের নাম উল্লেখসহ আরো কয়েকজনকে অজ্ঞাত নামা আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ে করেছে। মামলা নং-১৩, তারিখ-১৩/০৫/২০২৫ইং।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইক্ত যুবকদের গ্রেপ্তার করা হয়। আটককৃত সবাই ছাত্রলীগের কর্মী ও সমর্থক বলে জানাযায়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।