১লা নভেম্বর, ২০২৫ 🔻 ১৬ই কার্তিক, ১৪৩২🔻 ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়ার ধুলাউড়ি হাটে মোবাইল কোর্ট পরিচালনা

শেয়ার করুন:

মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ায় ক্যাবের সহযোগিতায় ধুলাউড়ি হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার ধুলাউড়ি হাটের টোল (খাজনা) অতিরিক্ত আদায়ের অভিযোগে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাঁথিয়া শাখার সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

এসময় ধুলাউড়ি বাজারে শ্রীদাম মিষ্টন্ন ভান্ডারে বাসি, পচা মিষ্টি রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট টিম হাটের পেঁয়াজ আড়তে গেলে দেখা যায়, ৪০ কেজির (১ মণ) পরিবর্তে আড়তদাররা  ৪১ থেকে ৪২ কেজি পেঁয়াজ কৃষকের কাছ থেকে নিচ্ছে। রসুনের ক্ষেত্রেও একই কাজ করছে তারা। মাছের দোকানে গেলে দেখা যায়, ২২৫ টাকার বদলে ৩০০ টাকা নিচ্ছে।  কাচা বাজার দোকানগুলোতে ১০ টাকার বদলে ১০০ টাকা নিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে বেশি বেশি করে হাটের টোল আদায় করছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা হতে দেখে  কৃষক ও ক্রেতা সাধারণ বেশি নেওয়ার সত্যতা স্বীকার করে তারা। 

ক্যাব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিম হাটের আড়তদারদের সতর্কতা করে এবারের মতো সংশোধনের সুযোগ দেন। এদিকে এ সময় হাটে মোবাইল কোর্ট পরিচালনা হতে দেখে অসাধু ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা ক্যাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক মেহেদুল ইসলামসহ আরো অনেকে।