২৬শে অক্টোবর, ২০২৫ 🔻 ১০ই কার্তিক, ১৪৩২🔻 ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭

সাঁথিয়া প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুস সাত্তারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধি:পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুস সাত্তারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সাঁথিয়া প্রেস ক্লাব হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, সাধারন সম্পাদক উজ্জ্বল হোসেন, সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা,সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম,কার্যনির্বাহী সদস্য মনসুর আলম খোকন, কোষাধ্যক্ষ আবু ইসহাক, আলিউল ইসলাম ওলি, আবু সামা, এম.জে সুলভ, তোফাজ্জল হোসেন প্রমুখ।

সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ আব্দুস সাত্তার রাত সাড়ে ১১ টার দিকে তার নিজ বাড়িতে অসুস্থ হলে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আব্দুস সাত্তার উপজেলার ধোপাদাহ বাজারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাঁথিয়া প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক শহর ও গ্রাম পত্রিকার সাঁথিয়া প্রতিনিধি ছিলেন।