সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়ায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্দ্যোগে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও চক্ষু শিরিরের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ আক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে চক নন্দনপুর গ্রামে একটি চক্ষু শিবিরের আয়োজন করা হয়। উক্ত চক্ষু শিবিরের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন।
এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকাবস্থাপক মোঃ আব্দুল ওয়াহেদ, প্রোগ্রাম সংগঠক নজরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সুরজিৎ সরকারসহ সুধীজন।
Post Views: 47







