সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ বুধবার(৫ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে আধা কেজি গাজাসহ আঃ হামিদ (৪০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সে দরিসারদিয়ার গ্রামের আঃ লতিফ ফকিরের ছেলে।
থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার এসআই আঃ হাই মোত্তালেব ফোর্সসহ অভিযান চালিয়ে দরিসারদিয়ার গ্রামের কবরস্থানের পাশ থেকে বুধবার সন্ধ্যায় তাকে আটক করে। এসময় তার নিকট থেকে আধা কেজি গাজা উদ্ধার করে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, সে মাদক ব্যবসায়ী। থানায় নিয়মিত মামলায় বৃহস্পতিবার(৬ মে) আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স, এলাকাকে মাদক মুক্ত করতে হবে।##
Post Views: 63








