সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার আর.আতাইকুলা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর ঈদ উপহারে অসহায় দুঃস্থদের মাঝে চাল বিতরন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় আর.আতাইকুলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক দুরত্ত বজায় রেখে আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজ মাঠে এ চাল বিতরন করা হয়। পরিষদ সুত্র জানায় ইউনিয়নের ২২৪৫ জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, আর.আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মিরাজুল ইসলাম বিশ্বাস, ইউপি সচীব রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন, ইউপি সদস্যা নাছিমা খাতুন, সদস্য শাহীন হোসেন গোল্লা, বাচ্চু, আঃ রাজ্জাকসহ ইউপি সদস্য- সদস্যা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি।
Post Views: 47








