১৩ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ার কর্ম বিরতিতে স্বাস্থ্যসহকারীরা

শেয়ার করুন:

 সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ  পাবনার সাঁথিয়া উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে কর্ম বিরতি করছেন। গতকাল বৃহস্পতিবার (২৬ নপঐসমযা)সকাল থেকে দাবী পুরন না হওয়া পর্যন্ত তারা কর্ম বিরতি করবেন বলে জানান।
বাংলাদেশ হেলথ্ এসিষ্ট্যেন্ট এসোসিয়েশন সাঁথিয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা হাসপাতালের সামনে বিভিন্ন দাবীর ব্যানারসহ ভ্যাকসিন হিরো আক্ষ্যায়িতরা এ কর্ম বিরতি পালন করছেন। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা দাবী তোলেন নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য, বেতন কোড ১৬তম থেকে ১১, ১২, ও ১৩ তম গ্রেডে উন্নত করতে হবে। ১৯৯৮ সালের ৬ ডিসেম্বরে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদ মর্যাদা ঘোষনা দিলেও আজও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ হেলথ্ এসিষ্ট্যেন্ট এসোসিয়েশন সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সাধারন সম্পাদক হাফিজুর রহমান আরিফের পরিচালনায় বক্তব্য দেন, মোকছেদ আলী, রাশেদুল ইসলাম, নাজমা হক, মহসিনা খাতুন, লুৎফর নেছা প্রমুখ। তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্ম বিরতির চলাবেন বলে নেতৃবৃন্দ জানান।##