১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়াার হাটবাড়িয়া বিদ্যালয়ের ৪ তলা ভবনের ব্যস ঢালাই উদ্বোধন

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধিঃ
সাঁথিয়া উপজেলার হাটবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের ব্যস ঢালাই কাজ শুক্রবার সকালে উদ্বোধন করা হয়।
ঢালাই কাজের উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। এসময় আরো উপস্থিত ছিেিলন উপজেলা ইঞ্জিনিয়ার শহিদুল্লাহ, উপজেলা আ’লীগ শাখার প্রচার সম্পাদক আঃ রাজ্জাক, সদস্য সঞ্জয় কুমার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বাতেন, আ’লীগ নেতা হেলাল উদ্দিন, ইউপি সদস্য চাঁদু আলী, ছাত্রলীগ নেতা রিপন হোসেন. সরোয়ার হোসেন, মকবুল হোসেন, মফিজসহ স্থানীয় নেতৃবৃন্দ। এলজিইডি অফিস সূত্রে জানাযায়, ৪ তলা ভবনের আড়াই তলার কাজে ১কোটি ২৩ লক্ষ ৬৬ হাজার ৬০০ টাকায় ঠিকাদার নুরুজ্জামান মিয়া কণাক্টাকশন কাজ সম্পন্ন করবে। এসময় এলজিইডি অফিসের উপসহকারী ইঞ্জিনিয়ার মিজান, কার্যসহকারী নবীন উদ্দিন. আবুল কাশেম, আঃ রশিদ উপস্থিত ছিলেন।