সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ চোরাই আটো গাড়ী( গাংচিল) উদ্বারসহ চোর সন্দেহে আটোগাড়ী(গাংচিল) চালক মিজানুর রহমান মিজ্জুল(২৫)কে গ্রেপ্তার করেছে। মিজ্জুল উপজেলার তেরখাদা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।
জানা যায়, গত সোমবার রাতে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের শাহাদুল খার ছেলে রানার বাড়ির আঙ্গিনার প্রতিদিনের ন্যায় তার আটো গাড়ী(গাংচিল) রেখে ঘুমিয়ে পড়ে। ঐদিনগত রাত ২টার দিকে গাড়ীর শব্দে ঘুম ভেঙ্গে যায়। এসময় তার আঙ্গিনায় রাখা আটো গাড়ী(গাংচিল)টি নাই। তখন রানার ডাকচিৎকারে আত্মীয়-স্বজনরা আগাইয়া এসে সঙ্গবদ্ধ চোরদের পিছু নেন। আটো গাড়ী(গাংচিল)টি নিয়ে চোররা আতাইকুলা বাজারের দিকে রওনা দিলে টহলরত পুলিশকে দেখে গাড়ীটি রেখে পালানোর সময় আতাইকুলা থানা পুলিশে সহযোগিতায় হাতে-নাতে মিজানুর রহমানকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। এ ব্যাপারে রানা বাদী হয়ে ৩জনকে আসামী করে সাঁথিয়া থানায় মামলা করেছেন। সাঁথিয়া থানার মামলা নং-১, তারিখ ০২/১১/২০২১ইং।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আটো গাড়ী(গাংচিল) চুরির খবর পেয়েই ঐ রাতেই টহলরত পুলিশকে দিয়ে আটো গাড়ী(গাংচিল)টি উদ্বারের চেষ্টা চালাই। ঐ রাত ৩টার দিকে আতাইকুলা থানার টহলরত পুলিশের সহযোগিতায় আটো গাড়ী(গাংচিল)টি উদ্বারসহ হাতেনাতে মিজ্জুলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গেুপ্তারের চেষ্টা চলছে।##







