১৫ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

শেয়ার করুন:

 

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনায় সাঁথিয়ায় আতিক হোসেন রতন বীর মোজাহিদ (২৪) নামে আনসারুল্লাহ বাংলা টিমের(এটেবি)এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিটের(এটিইউ) একটি চৌকস দল।  আতিক উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে। বাংলাদেশ পুলিশ এন্টি টেররিজমর ইউনিটের এক প্রেস রিলিজে জানা যায়, ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে আতিক দীর্ঘদিন যাবৎ অনলাইন প্রচারনাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার  উদ্দেশ্যে অনলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তার নিজ গ্রাম উপজেলার খয়েরবাড়িয়া থেকে এন্টিটেররিজম ইউনিটের চৌকস দল তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে একটি মোবাইল সেট ও ৬টি উগ্রবাদী বই জব্দ করা হয়। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান জানান, আতিকের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে চালান দেয় হয়েছে।##