পাবনার সাঁথিয়ায় মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবাস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।
আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, সাংবাদিক অধ্যাপক আব্দুদ দাইন, সাঁথিয়া প্রেসক্লাবের সম্পাদক আবুল কাশেম, সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন রানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবাদুল লতিফ, উপজেলা আ’লীগের সহসভাপতি হাসান আলী খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল রায়হান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শীলা, সোহেল রানা খোকন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। এর আগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষীণ করে উপজেলা গেটে এসে শেষ হয়।









