১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় আবারও দলীয় কোন্দলে যুবক খুন,আহত-৫, আটক-১৩

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ  পাবনার সাঁথিয়ায় আবার দলীয় কোন্দলের জের ধরে আলহাজ (২৮) নামে এক যুবক খুন হয়েছে। আহত-৫ জন। নিহত আলহাজ ঘুঘুদহ গ্রামের (পূর্বপাড়ার) মানিকের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবাবœ দুপুরে।  এঘটনায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
জানাযায়, উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন নিয়ে স্রবেশ মোল্লা ও মোসলেম মাস্টার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত সোমবার ২৯ মার্চ দলীয় ভাবে সরবেশকে ওই ওয়ার্ডের সভাপতি ঘোষনা করা হয়। এঘটনাকে কেন্দ্র করে মসলেম মাস্টার গ্রুপের লোকজন বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সরবেশ মোল্লা গ্রুপের আলহাজ (২৮) কে ঘুঘুদহ বড় বিলে দেশীয় তৈরি অস্ত্র নিয়ে হামলা করে। এসময় আলহাজকে ফালা বিদ্ধ ও ছোট ভাই জেলহক (২৪) কে আহত অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে নেওয়া হয়। কর্তৃব্যরত চিকিৎসক আলহাজকে মৃত ঘোষণা করেন ও জেলহককে পাবনা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। আলহাজের মৃত্যুর সংবাদে সরবেশ গ্রুপের লোকজন ক্ষিপ্ত হয়ে মসলেম গ্রুপের লোকজনের বাড়িতে হামলা চালায়। এতে মতিয়ারসহ ৩জন আহত হয়। নিহত আলহাজ ৯নং ওয়ার্ড আ,লীগের সভাপতি সরবেশের নাতী।
সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে নিয়ন্ত্রনে আনেন। পুলিশ ঘটনাস্থল থেকে মসলেম মাস্টার গ্রুপের প্রধান মসলেমসহ ১৩ জনকে আটক করে। আটককৃতরা মসলেম মাস্টার(৪৫), শহিদুল ইসলাম(৩৯), শওকত হোসেন(২৫), মজনু(২৭), এমদাদুল হক(৫০), জহির(৪০), শাহিন(৩৫), রিকাত আলী(৬৫), আবেদীন (৫৫), কামাল(৩৭), মাসিদুল (২৪), নবু প্রাং (৫০),শাহাব উদ্দীন(৩৫)। আটককৃতরা সবাই ঘুঘুদহ গ্রামের বাসিন্দা। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেড়া এএসপি (সার্কেল) জিল্লুর রহমান জানান, নিজেদের অভ্যান্তরিক ও নেতৃত্বের কোন্দলকে কেন্দ্র সংঘষের ঘটনা ঘটেছে। বেশ কিছু লোকজনকে আটক করা হয়েছে। যাতে নিরাপরাদ কেউ হয়রানীর স্বীকার না হয় ,সে দিকে খেয়াল রেখে আসামী আটকের চেষ্টা করছি।
উল্লেখ্য গত ২৫ মার্চ বৃহস্পতিবার উপজেলার দয়রামপুরে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন নিহত হয়।#