সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় আলহাজ¦ জাহানারা আলম ফাউন্ডেশন কর্তৃক
গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তেঁথুলিয়া ফকির পাড়া হাজি বাড়ি ফাউন্ডেশনের কার্যালয়ে আলহাজ¦ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ¦ সদরুল আলম, সম্পাদক ইশরাত জাহান, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের ছাত্র আবু বকর,পটুয়াখালী মেডিক্যাল কলেজের ছাত্র সাকিব আল হাসান, পাবনা মেডিক্যাল কলেজের ছাত্রী তানজিলা খাতুন ও আশিকুর রহমানকে বৃত্তির টাকা প্রদান করা হয়।
ফাউনোডশনের সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর আলম বলেন, ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করার চেষ্টা করে যাচ্ছি। আগামী দিনে যাতে এই বৃত্তি আরো বৃদ্ধি করতে পারি এ জন্য আপনাদের পরামর্শে প্রয়োজন বলে মনে করি।









