১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ষড়যন্ত্র দাবি পরিবারের

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমানকে গ্রেফতারকে ষড়যন্ত্র বলে দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এ দাবি করেন চেয়ারম্যানের স্ত্রী মিতু খাতুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ০৪ জুন দিবাগত রাত  নয়টার সময় সাঁথিয়া পৌরসভার ছোট পুটিগাড়া এলাকার আব্দুল মতিনকে হত্যা করে দুর্বৃত্তরা। অথচ ওই ঘটনায় তার স্বামী নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে।

মিতু খাতুন বলেন, তার স্বামীর প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ ও তার ভাই জুয়েল পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্রমুলকভাবে হাফিজুর রহমানকে গ্রেফতার করিয়েছেন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান হাফিজের পিতা ইউনুস আলী মোল্লা, চাচী আয়শা খাতুন, মামা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বোন সালমা খাতুন, ইউপি সদস্য আব্দুস সালাম, আব্দুল কদ্দুস, সাবেক ইউপি সদস্য মানিক উদ্দিন, চাচাতো ভাই আব্দুল বারীসহ প্রায় ২ শতাধিক নারীপুরুষ ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমানের সাথে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মাঝেমধ্যেই দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষের ঘটনা ঘটে।