৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী আ’লীগের জরিফ

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পাবনার সাঁথিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদেরনির্বাচন। নির্বাচনে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত একমাত্র নৌকার প্রার্থী জরিফ আহম্মেদ মাষ্টার ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী। তিনি বলেন, ধুলাউড়ি ইউণিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জরিফ আহম্মেদ মাষ্টার ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
গত মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।  ঘোষিত তফসিল অনুযায়ী আওয়ামীলীগের মনোনিত প্রার্থী গত ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেন। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে চুরান্ত করা হয়। ফলে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় জরিফ আহম্মেদ মাষ্টার একক প্রার্থী হওয়ায় বিজয়ী হবে বলে ধারণা করছেন ওই কর্মকর্তা।##