উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানাযায়, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে নির্বাচন হবে। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত উপজেলা করমজা ইউনিয়নের এবার নির্বাচন হচ্ছে না। বাকী সকল ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত্ করা হলেও একমাত্র ধুলাউড়ি ইউনিয়ন ব্যাতিত সকল ইউনিয়নেই একাধিক বিদ্রোহ প্রার্থীরা মনোনযনপত্র তুলেছেন।
উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মীর মঞ্জুর এলাহী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান খান (স্বতন্ত্র), হারেজ শেখ (স্বতন্ত্র), লোকমান হোসেন মোল্লা (জাকের পাটি)। সংরক্ষিত আসনে ১২জন, সাধারণ আসনে ৪৫ জন প্রর্থিী মনোনয়ন জমা দিয়েছেন।
গৌরীগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুল ওয়াহব আলী, আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী মাহাবুব আলম (স্বতন্ত্র), ইকবাল হোসেন (স্বতন্ত্র), আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র),হাফিজুর রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত আসনে ৮জন, সাধারণ আসনে ২৮ জন প্রর্থিী মনোনয়ন জমা দিয়েছেন।
ক্ষেতুপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মুনসুর আলম. আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী আব্দুল গফুর (স্বতন্ত্র), আল মামুন কবির (স্বতন্ত্র), আব্দুর রশিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। সংরক্ষিত আসনে ১২জন, সাধারণ আসনে ৩০ জন প্রর্থিী মনোনয়ন জমা দিয়েছেন।
নন্দনপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত রবিউল ইসলাম, রফিকুল ইসলাম টিক্কা (স্বতন্ত্র), ফজলুল হক লিপলু (স্বতন্ত্র)। সংরক্ষিত আসনে ১২জন, সাধারণ আসনে ৩৮ জন প্রর্থিী মনোনয়ন জমা দিয়েছেন।
ধোপাদহ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত সাইদুজ্জামান বাবুল, আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী আবু সাইদ (স্বতন্ত্র), নজরুল ইসলাম (স্বতন্ত্র),মেহেদী হাসান (স্বতন্ত্র),আবু হানিফ (জাতীয় পার্টি)। সংরক্ষিত আসনে ১৩জন, সাধারণ আসনে ৩৬ জন প্রর্থিী মনোনয়ন জমা দিয়েছেন।
নাগডেমরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত হারুন অর রশিদ চেয়ারম্যান, আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী হাফিজুর রহমান (স্বতন্ত্র), মোহাম্দ আলী জিন্নাহ (স্বতন্ত্র),মনিরুজ্জামান (স্বতন্ত্র)। সংরক্ষিত আসনে ১১জন, সাধারণ আসনে ৩৭ জন প্রর্থিী মনোনয়ন জমা দিয়েছেন।
ধুলাউড়ি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত জরিফ আহম্মেদ চেয়ারম্যান। সংরক্ষিত আসনে ১১জন, সাধারণ আসনে ৩৫ জন প্রর্থিী মনোনয়ন জমা দিয়েছেন।
ভুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত আবু ইউনুস, আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী ইনামুল কবীর মাসুদ (স্বতন্ত্র), আব্দুল রউফ খান (স্বতন্ত্র),নাজমুল হক (স্বতন্ত্র),ইয়াছিন আলী (স্বতন্ত্র), সিরাজুল ইসলাম সবুজ (স্বতন্ত্র)। সংরক্ষিত আসনে ১৩জন, সাধারণ আসনে ৩৬ জন প্রর্থিী মনোনয়ন জমা দিয়েছেন।
আর আতাইকুল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত মিরাজুল ইসলাম, আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী নিজাম উদ্দিন খাঁ (স্বতন্ত্র), আরশেদ আলী (স্বতন্ত্র),আব্দুস ছালাম মৃধা (স্বতন্ত্র), মনিরুজ্জামান (স্বতন্ত্র), ফিরোজ হোসেন (স্বতন্ত্র), সেলিম খান (স্বতন্ত্র), আব্দুল করিম (স্বতন্ত্র), মাহবুবুর রহমান (স্বতন্ত্র)। সংরক্ষিত আসনে ১৩জন, সাধারণ আসনে ৩৬ জন প্রর্থিী মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলা নিবাচন কর্মকর্তা মোজাম্মেল হক জানান, আগামী ৪ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হবে।
Post Views: 64







