সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী যুব সংঘের উদ্যোগে ঈদুল আজহার পরদিন ঈদ আনন্দ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(১১ জুলাই) বিকালে বোয়াইলমারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফুটবল ম্যাচ উদ্বোধন করেন। ম্যাচ শেষে উভয় দলকে পুরস্কৃত করা হয়। উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি নন্দনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সম্পাদক রবিউল ইসলাম লিটন মোল্লা বিশেষ অতিথি অদ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, দৈনিক আমাদের সময় সাঁথিয়া উপজেলা প্রতিনিধি আবু ইসহাক, ইউপি সদস্য আঃ সামাদ মোল্লা, শাজাহান আলী, যুবলীগ নেতা মাসুদ রানা, সরোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মানিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিমূল হোসেন। করোনাকালীন সময়ে দীর্ঘ দিন খেলা ধুলা না থাকায় এ খেলা দেখার জন্য দর্শক ছিল লক্ষ্যনীয়।
Post Views: 152








