১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় উন্নয়ন মেলার উদ্বোধন

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ“বাংলাদেশের অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ” এই প্রতিপাদ্যকে ধারন করে শনিবার(২৭ মার্চ) পাবনার সাঁথিয়ায় ২দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনের আয়োজন  করা হয়। দুপুরে সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপতিতে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি। আরও বক্তৃতা করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জিব কুমার গোস্বামী, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আশিক মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সাবেক মুত্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, পল্লী বিদ্যুতের এজিএম শাহেরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আয়ুব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, চিকিৎসক মাহফুজুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি  সাঁথিয়া টেনিস মাঠে  আয়োজিত মেলার উদ্বোধন করেন। উক্ত মেলায় বিভিন্ন দপ্তরের ৩০টি স্টল পরিদর্শন করেন। মেলা দেখার জন্য বিভিন্ন বয়সের দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়##