৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় এক ব্যাক্তিকে ১৫ দিনের কারাদন্ড

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ সাঁথিয়ায়  ভূমি অফিসের নাম ভাঙ্গিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে দেলোয়ার মহুরী(৪২) নামের এক ব্যক্তির ১৫দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।  গতকাল মঙ্গলবার দুপুরে  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ১৮৬০ এর ১৮৮ দন্ডবিধি মোতাবেক রায় প্রদান করেন। দেলোয়ার মহুরী উপজেলার কাশিনাথপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
জানা গেছে, দেলোয়ার মহুরী উপজেলার ইদ্রাকপুর গ্রামের কুতুব আলী ও তার স্ত্রী কোহিনুর নেছার ৬শতাংশ ও ৫শতাংশ জমির জন্য পৃথক ২টি নামজারি করার কথা বলে ১৪ হাজার টাকা দাবী করে। তার দাবির প্রেক্ষিতে অসহায় পরিবার ছেলে সাইকেল বিক্রি করে ৭ হাজার টাকা দেন।
গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসে নামজারির শোনানির দিন। মহুরি বাকী ৭ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা যোগার করতে না পাড়ায় সে উপজেলা সহকারি কমিশনার(ভূমি)কে বিষয়টি বলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান দ্রুত দেলোয়ার মহুরী ডেকে বিস্তারিত তথ্যাদি জানার পর তাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।