সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ গতকাল রবিবার(১১ জুলাই) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসন কর্তৃক করোনা ভাইরাস(কোভিড-১৯)সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাঁথিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে প্রথান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও আব্দুললাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। পরে করোনা ভাইরাস ও ঈদুল আজাহা উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক অধ্যাপাক আব্দুদ দাইন, মানিক মিয়া রানা, রতন দাস,আবু ইসহাক, উজ্জল, রাসেল,আব্দুল হাই,খালেকুজ্জামান পান্নু।##








