৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় ব্যুরো বাংলাদেশের উদ্যোগে কোভিড-১৯ প্রাদুভাবে কারনে কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের আয়োজন করে। উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বুরো বাংলাদেশ পাবনার বিভাগীয় ব্যবস্থাপক সাইদুর রহমান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু, ব্যুরো বাংলাদেশ এলাকা ব্যবস্থাপক শহিদুল ইসলাম,আব্দুল আলিমসহ সুধীজন। ক্ষেতুপাড়া ইউনিয়নের ১০৭ জন কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ সামগ্রী বিতরণ করেন। প্রতি প্যাকেটে ২ কেজি চাউল,৫আলু, ২ডাউল, ২ তৈল, ১ কেজি লবন ছিল।##