স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের সানোয়ার এর ছেলে আঃ মাজেদ (২১) এর সাথে একই ইউনিয়নের দরিজগনাথপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে আখির দুই মাস পুর্বে বিয়ে হয়। বিয়ের পর আখি খাতুন শশুর বাড়ীতে থাকত। শনিবার সকাল ৯টার দিকে আখির শশুর বাড়ী লোকজন মোবাইলে জানায় তার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। মৃত আখি খাতুনের চাচা রওশন আলী বলেন, মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আমাদের ধারণা আখিকে মেরে গলায় ফাসের নাটক সাজাচ্ছে তারা। তদন্তপুর্বক ন্যায় বিচার চাই। নিহতের শশুর বাড়ীর লোকজন পলাতক থাকায় তাদের পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তেন জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোট এলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।








