৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ“মুজিব বর্ষের অঙ্গীকার, নিরাপদ সবজি উপহার” এই প্রতিপাদ্যকে ধারণ করে পাবনার সাঁথিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার প্রধান অতিথি হিসাবে এ মেলার শুভ উদ্বোধন করেন। এর আগে সকাল ১১টায় একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারন অফিসার ফারুক হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উ্পজেলা কৃষি অফিসার সঞ্জিব কুমার গোস্বামী। ৩দিন ব্যাপী এ মেলায় ২২টি স্টল রয়েছে। এ মেলা ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে।##