১৪ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২২শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় চেয়ারম্যানের মুক্তির দাবিতে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়ার নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অত্র পরিষদের সকল ইউপি সদস্যগণ। বুধবার দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর রহমান। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা দাবি করেন চেয়ারম্যান হাফিজুর রহমান ছিলেন জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী। সে স্বতন্ত্র প্রর্থী হিসেবে ৫ হাজার ভোটে জয়লাভ করেন। তার জনপ্রিয়তায় প্রতিহিংসা পরায়ন হয়ে ষড়যন্ত্র মূলক ভাবে হাফিজকে প্রতিপক্ষরা হত্যা মামলায় আসামী করে। মামলায় তাকে গ্রেফতার করায় পরিষদের উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। তারা চেয়ারম্যানে নিঃশর্ত মুক্তি ও মামলাটি অধিকতর গুরুত্বসহকারে তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শিমা খাতুন, সালমা খাতুন, মনোয়ারা খাতুন, কামরুজ্জামান, আ: কুদ্দুস, রেখা খাতুন, রোমজান আলী, আমির হামজা প্রমূখ।