৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় জন্ম প্রতিবন্ধী টুনিকে হুইলচেয়ার দিলেন ইউএনও

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃপাবনার সাঁথিয়ায় জন্ম প্রতিবন্ধী টুনি খাতুনকে হুইলচেয়ার দিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এস এম জামাল আহমেদ। এতিম টুঁনির বাড়ি উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ঘুঘুদহে। শিশুকালে বাবামাকে হারিয়েছে। থাকার জায়গা নেই খাবার নিশ্চয়তা নেই। দাড়াতে পারেনা, হাটতে পারেনা । মাটিতে ঘোসায়ে ঘোসায়ে ভিক্ষাবৃত্তি করে। বিষয়টি দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি অধ্যাপক আব্দুদ দাইন সরকারের নজরে এলে তিনি টুনিকে নিয়ে ইউএনও অফিসে যান। অসহায় টুনি ইউএনও’র কাছে একটি হুইলচেয়ার ও থাকার ঘরের আবেদন করেন। ইউএনও অনধিক ২০দিনের মধ্যে টুনিকে একটি হুইলচেয়ার দেয়ার আশ^াস দেন। বুধবার উপজেলায় নিয়ে এসে টুনিকে হুইলচেয়ার প্রদান করেন। সেইসাথে দেন সাতদিনের খাবার, কিছু নগদ টাকা ও যাতয়াতের ভ্যানভাড়া। আশ^াস দেন অচিরেই মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর দেয়ার। হুইলচেয়ারে বসে টুিনর চোখে আনন্দাশ্রæ। বললো “উনিও স্যার আমাক লতুন জীবন দিলো। আল্লাহ তোমাগে বালো করবি”। এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা চেয়াম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।