বিশেষ প্রতিনিধি পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে জমি লীজ রাখাকে কেন্দ্র করে দু’গ্রæপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সেনা সদস্য আহত হয়েছে। সে ওই গ্রামের সাহেব উদ্দিনের ছেলে।
জানাযায়, বালিয়াকান্দি গ্রামের আঃ হামিদের ছেলে আঃ রশিদ একই গ্রামের আফাজের ছেলে মাহা আলমের নিকট জমি লীজ রাখে। লীজের টাকা স্থানীয় নজরুলের সাথে গ্রহণ করে তা অস্বীকার করে আসছিলো। এনিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে রশিদ গ্রæপের লাঠীর আঘাতে ছুটিতে আসা সেনা সদস্য আক্তার (৩৫) এর মাথা ফেটে যায়। তাকে রাতেই পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় এ পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। এলাকাবাসী জানায়, লতিফের ছেলে আঃ রশিদ ও গেজন শেখের ছেলে তাজের শেখ জামায়াতের স্বক্রীয় নেতা।তারা আঃ হামিদের ছেলে রশিদের পক্ষ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তাদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় নাশকতার মামলা রয়েছে।
Post Views: 39








