৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শেয়ার করুন:

  

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ “জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” প্রতিপাদ্যকে সামনে রেখে করে শুক্রবার (২ সেপ্টেম্বর) পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২০ইং পালনের আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরও বক্তব্য দেন পাবনা জেলা আ’লীগের সদস্য মোজাম্মেল হক খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদিন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাবেক সম্পাদক মানিক মিয়া রানা, বাজার বণিক সমিতির সভাপতি ছামাদ মোল্লা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইন্তাজ মল্লিক প্রমুখ। বক্তারা দেশে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন।##