সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ “ জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার পাবনার সাঁথিয়ায় বঙ্গবন্ধু জাতীয় যুবদিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ্ঋন বিতরণের আয়োজন করে। বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদ এর সভাপতিত্বে ও মুক্তা ভদ্রার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। আরো বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের আরএমও আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাজেদ আলী। পরে ১৭জন যুব/যুব মহিলার মধ্যে ৯ লাখ ৮০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরণ করা হয়। ##
Post Views: 66







