১৩ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় জোড়া খুনের আসামী রাসেল গ্রেফতার

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ  পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে জোড়া খুনের ঘটনায় রাসেল(২৪) নামের এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাসেল উপজেলার নাড়িয়াগদাই পশ্চিমপাড়া গ্রামের আব্দুস কদ্দুসের ছেলে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম সঙ্গীয় ফোসসহ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২০ জানুয়ারী) দিনগত রাতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা পুলিশের সহযোগিতায় শাহজাদপুর বাহুলের চর নামক এলাকা থেকে রাসেলকে গ্রেফতার করে।
সাঁথিয়া থানা সূত্রে জানাযায়, গত শনিবার (১৬ জানুয়ারী) উপজেলার নাড়িয়াগদাই বাজারে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুই খুনের ঘটনায় নিহত মোন্নাফের স্ত্রী রুলিনা খাতুন ঐদিন রাতেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় নং ১১। তারিখ-১৬/০১/২১ইং। এই মামলায় ১৯জন নামিক আসামীসহ অজ্ঞাত আরও ৭/৮জনকে আসামী করা হয়। এই মামলায় রাসেলকে আসামী করে গতকাল বৃহস্পতিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান জানান, খুনের ঘটনায় ২জন আসামীকে  গ্রেফতার করতে সক্ষম হয়েছি। খুনের ঘটনায় জড়িত আসামীরা বিভিন্ন এলাকায় আত্মগোপন থাকায় বাকি আসামীদের গ্রেফতার করতে বিলম্ব হচ্ছে। তবে বাকী আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।##