সাঁথিয়া (পাবনা)সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। সে উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহিদ আলীর স্ত্রী নিলুফা খাতুন (৫০)।
এলাকা সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর পূর্বপাড়া চকে স্বামী শহিদ আলীর জন্য শুক্রবার সকাল ৮টার দিয়ে খাবার নিয়ে মাঠে আসেন স্ত্রী নিলুফা খাতুন। সে খাবার নিয়ে ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে আসছিল। এমন সময় ঢালারচর এক্্রপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। এসময় ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় কানে কম শোনা নিলুফা খাতুন।
ট্রেনের ধাক্কায় মৃত্যুর খবরে সাঁথিয়া থানা পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Post Views: 100








