১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা) সংবাদাতা: পাবনার সাঁথিয়ায় ট্রেনের ধাক্কা লেখে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মৃত সবেদ শেখের ছেলে নুর ইসলাম (৬৫)। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে শোকে পাথর হয়েছে ৮ সদস্যর পরিবার।

জানাযায়, উপজেলার মেহেদী নগর রেলক্রসিং পার হয়ে রবিবার সকাল ৮.৩০ মিনিটে মাথায় গরুর কাঁচা খাবার নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিল কৃষক নুর ইসলাম। ঠিক একই সময় ঢালারচর থেকে রাজশাহী মুখে রওনা হয় ঢালারচর এক্্রপ্রেস ট্রেনটি। এসময় ট্রেনের ধাক্কা লেখে পাথরের উপরে ছিটকে পড়ে ওই কৃষক। পরে স্থানীয়রা এগিয়ে এসে মৃত অবস্থায় কৃষক নুর ইসলামকে উদ্ধার ।
স্থানীয় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া জানান, ৫/৬টি গ্রামের শত শত লোকজন প্রতিদিন মেহেদী নগর রেল লাইন দিয়ে যাতায়াত করে থাকে। এখানে কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটে। তিনি রেল গেটের নিরাপত্তা ও গেটম্যান বসানোর দাবি করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমতিয়াজ আহম্মেদ জানান, সকালে মাঠে থেকে বাড়িতে ফেরার সময় সে ট্রেনের সাথে ধাক্কা পায়। বিষয়টি রেল পুলিশের দায়িত্বে থাকায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি মাত্র।