১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ডিজিটাল ম্যারাথন দৌঁড় অনুষ্ঠিত

শেয়ার করুন:

সাঁথিয়(পাবনা)প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে  বুধবার অনষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড়। বুধবার(২৪ ফেব্রæয়ারি) সাঁথিয়া শহীদ শেখ রাসেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ থেকে ডিজিটাল ম্যারথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে  ১০ জানুয়ারি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন ২০২১ শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় ৫শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডিজিটাল ম্যারাথনের রেজিষ্ট্রেশন করেন এবং প্রতিযোগিতায় অংশ নেন। সাঁথিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক, কর্মকর্তা- কর্মচারি, ছাত্র- ছাত্রী,  বিভিন্ন অফিসরে কর্মকর্তা- কর্মচারিগণ স্বতস্ফূর্ত অংশ নেন।
 বেলা সাড়ে ১১ টায় প্রতিযোগিতা শুরু হয় এবং দুপুরে প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন œহয়। নারী- পুরুষ আলাদা ক্যাটাগরিতে মোট ১০ জনকে পুরষ্কৃত করা হয়। সবাইকে বঙ্গবন্ধুর ম্যারাথনের লোগো সম্বলিত টি শার্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগে সাঁথিয়ার ৯টি ইউনিয়নে ম্যারাথন অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই করা প্রতিযোগীগণ উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান  সোহেল রানা খোকন, অধাপক আব্দুদ দাইন সরকার, সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ: মালেক, উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ^াস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক মোহাম্মদ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আ: মান্নান, আ: বাতেন, মেহেদী হাসান মিলন, সহকারী প্রোগ্রামার তপু দেবনাথ প্রমুখ।