১৩ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় তৎপরের ঈদ সামগ্রী বিতরণ

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়ায় সামাজিক সংগঠন তৎপরের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মধ্যে মানবিক ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকালে বিষ্ণুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তৎপরের সভাপতি ড: আমিরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সদস্যরা এ মানবিক ঈদ সামগ্রী অসহায় দুঃস্থ পরিবারের হাতে তুলে দেন। ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন তৎপরের সাধারণ সম্পাদক প্রভাষক নাননু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাকিলুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন মন্ডল, কোষাধক্ষ্য রেজাউল করিম, প্রচার সম্পাদক উজ্জ্বল হোসেন, সহ-প্রচার সম্পাদক আবু আল সাইদ, সমাজ কল্যাণ সম্পাদক আলিনুর ইসলাম, শিক্ষা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নুর ও ক্রীড়া সম্পাদক আল আমিন। সামাজিক সংগঠন তৎপরের সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমিরুল ইসলাম জানান, এ সংগঠন একটি মানবিক সংগঠন। আমরা প্রথমে এলাকার অসহায় ও হত দারিদ্রদের মানবিক সহায়তা প্রদান করছি মাত্র। ভবিষতে এ সংগঠন দেশের আর্থ সামাজিক উন্নয়নসহ মানবিক কাজে ভুমিকা রাখবে।