১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় দ্বিতীয় ধাপে একজনের করোনা সনাক্ত, বাড়ি লকডাউন

শেয়ার করুন:

 

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় দ্বিতীয় ধাপে একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেন  সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ।
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) ডা: মামুন আব্দুল্লাহ জানান, করোনা ভাইরাস সন্দেহে গত ২৩ মার্চ উপজেলার কোনাবাড়িয়া গ্রামের সামিউল হাসান(২২),ভিটাপাড়া গ্রামের ফিরোজ আহম্মেদ(২৩), নন্দনপুর গ্রামের তানভিন আলম শাহীন(২১) থেকে ৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়েছিল। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত জানান,গত সোমবার (২৮ মার্চ) বিকেলে নমুনা রিপোর্টেউপজেলার কোনাবাড়িয়া গ্রামের সামিউল হাসান(২২) নামের ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে এবং বাকীদের নেগেটিভ এসেছে । গতকাল বুধবার (৩১ মার্চ) ঐ বাড়ির সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। ##