সাঁথিয়া(পাবনা)সংবাদদাতা ঃ পাবনার সাঁথিয়া পৌর মুক্তিযুদ্ধা প্রজম্ম কমিটির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান পিযুষ কুমার সাহা। সাঁথিয়া পৌর সভার দৌলতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শ্রী রনজিৎ কুমার সাহার ছেলে পিযুষ কুমার (৩৬)। পিযুষ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে সাঁথিয়া পৌর সভার প্রজম্ম কমিটির নেতৃত্ব দিতে চান সামনে থেকে। তার ইচ্ছা মুক্তিযুদ্ধা প্রজম্ম কমিটির মাধ্যমে তারূণ্যকে জয় করে তরুণ নেতৃত্ব গড়ে তোলা।
Post Views: 58








