১২ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২০শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতা ও দুর্নীতির তদন্ত

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার ভায়নাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সেচ্ছাচারিতা দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসী লিখিত অভিযোগের তদন্ত করছেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জাহিদ।  
 এলাকাবাসীর অভিযোগে জানা যায়, উপজেলার ২২নং ভায়নাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম স্থানীয়দের উপেক্ষা করে গত ২৭/৫/২০২১ ইং তারিখে মানেজিং কমিটি গঠন করেন। যার সভাপতি মোঃ আঃ সাত্তার ঢাকায় স্থায়ী বাসিন্দা। আঃ সাত্তারের আপন ভাতিজা আয়নাল হক মাত্র ৪র্থ শ্রেণী পাসকে সহসভাপতি করে সকল কার্যাক্রম পরিচালনা করছেন। এ বছর জুনের পর স্লিপ ফান্ড, মেরামতসহ তিন কিস্তিতে ২ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ পায়। ভ্যাট অন্যান্য বাদে ২ লাখ ৫৬ হাজার ৪৫০ টাকা। উক্ত টাকার নাম মাত্র কাজ করে সিংহ ভাগ টাকা আত্মস্যাত করেছেন তিনি। এ ছাড়াও ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা শিক্ষকদের মোবাইলে উত্তোলনের অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ কর্তৃপক্ষের নিকট তদন্তপুর্বক আইনুনাগ ব্যবস্থা চেয়ে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহিদ।  
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, টাকার কাজ করছি। কত টাকার কাজ করছেন তার বিল ভাউচার দেখতে চাইলে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে বলে জানান।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী অফিসার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহিদ বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে পরে জানানো হবে।