৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দিবস উদযাপন

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ শনিবার(৯ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে নব্য জাতীযকরণকৃত শিক্ষকদের সংগঠন সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও  শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজক  সংগঠনের সভাপতি আবুল কাশেম মোহন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই মাস্টারের পরিচালনায় অনুষ্টিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  এ্যাড: শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আ’লীগের সহÑসভাপতি হাসান আলী খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, পৌর আ’লীগের সেক্রেটারি ও মেয়র প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা, জনতা ব্যাংক দুলাই শাখার ম্যানেজার মন্জুরুল হক, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন, উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দীন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আজিজুল হক প্রমুখ। প্রধান অতিথি এ্যাড.শামসুল হক টুকু বলেন, আ’লীগ ক্ষমতায় থাকলে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতি হয়। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু একযোগে সকল প্রাথমিক স্কুল জাতীয়করণ করেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একযোগে দেশের ২৬ সহ¯্রাধিক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে অবহেলিত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন।শিক্ষকদের উচিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া।  ###