১৩ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় বজ্রপাতে একজন নিহত

শেয়ার করুন:

মনসুর আলম  খোকনঃ পাবনার সাঁথিয়ায় মাসুদ নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত  মাসুদ  উপজেলার ধোপাদহ ইউনিয়নের রুদ্রগাতী গ্রামের মৃত রিফাত প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) ভোরে  এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মাসুদ(২৭) বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে  বজ্রপাতে মারা যায়। চাষবাস করে কোনমতে সংসার চালাতো সে। তার তিন মেয়ে ও একটি ছেলে রয়েছে। সদ্য করোনামুক্ত সাঁথিয়া উপজেলা  নির্বাহী অফিসার  এসএম জামাল আহমেদ বলেন, বজ্রপাতে নিহত মাসুদের ব্যাপারে খোঁজখবর নিয়েছি।  #