সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনায় সাঁথিয়ায় শনিবার বিকেলে যাত্রীবাহি বাস চাপায় আঃ ছামাদ(৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামের মনিরুদ্দিনের ছেলে ।
স্থানীয়রা জানায়, বিকেলে পাবনা থেকে ছেড়ে আসা ইলা নামের একটি যাত্রীবাহী বাস সাঁথিয়া-পাবনা সড়কের রাঙামাটিয়া নামক স্থানে আব্দুল ছামাদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্ম্দ সিদ্দিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, চালক হেলপার পালিয়ে গেছে, বাসটি আটক করা হয়েছে। লাশের আইনি প্রক্রিয়া চলছে।##
Post Views: 68







