১২ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২০শে জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ট্রাস্টের অগ্রযাত্রা শুরু

শেয়ার করুন:

  

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে পাবনার সাঁথিয়ার যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত নিজাম উদ্দিনের  পরিবারের সদস্যবৃন্দ ও সর্মথকদের উদ্যোগে “বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ট্রাস্ট” এর অগ্রযাত্রা শুরু হলো। শুক্রবার(২৬ মার্চ) বেলা ১১ টায়  সাঁথিয়া  প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিনের সহধর্মিনী আকলিমা পারভীন এ ট্রাস্টের উদ্বোধন করেন। তাঁর ভাতিজা ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-পরিচালক মনসুর আলমের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুত্রবধু মুনমুন আলী, অধ্যাপক আব্দুদ দাইন সরকার,প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন রানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, প্রভাষক নুরুল ইসলাম,  রতন দাস, ধোপাদহ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ,আবু সাইদ বিশ্বাস,পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মীর নজমুল বারী নাহীদ,মগরেব আলী, শিক্ষিকা  শিলা খাতুন,কামরুজ্জামান মাস্টার  প্রমুখ। সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তিনবারের উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন ২০১৯ সালের ৭ মার্চ মৃত্যবরণ করেন। ##