১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

সাঁথিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রæতার জের ধরে নুর ইসলাম নামে এক পেঁয়াজ ব্যবসায়ীকে  চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরি গ্রাম বাজারে। গুরুতর আহত অবস্থায় নুর ইসলামকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সে উপজেলার ইকরজানা গ্রামের মৃত হাছান আলীর ছেলে।

সাঁথিয়া থানায় দেয়া লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পেঁয়াজ কেনাবেচার উদ্দেশ্যে সাঁথিয়ার ইকরজানা গ্রামের নুর ইসলাম বোয়াইলমারী হাটে মটরবাইক যোগে রওনা দেয়। পথি মধ্যে গৌরিগ্রাম বাজারের তিন মাথা নামক স্থানে পৌছালে পূর্বশত্রæতার জেরে প্রতিপক্ষ ইকরজানা গ্রামের হামিদ ডাক্তার, নুর মোহাম্মদ, নুরুজ্জামান, হারুন, আব্দুল হাই, আনোয়ারসহ ১০/১২জনের একটি দল নুর ইসলামের গতিরোধ করে এবং কিছু বুঝে উঠার আগেই তাকে চাপাতি লোহার রড ও বাটাম দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে,পিটিয়ে গুরুতর জখম করে। নুর ইসলামের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ সময় তার ব্যবহৃত মোটরবাইকটি ভাংচুর করে ও ব্যবসার জন্য তার নিকটে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর ইসলামকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় নুর ইসলামের ছেলে আলামিন বাদী হয়ে ১২জন নামীয় আসামী করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত  সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।