নিহতরা হলো আব্দুল মতিন(৫০),জুয়েল (৩৫), সুরুজ্জামান(৩৪)। সবাই পাবনার জালালপুর নতুনপাড়ার বাসিন্দা। পারিবারিক ও থানা সূত্রে জানাযায়, নিহতরা সবাই একটি হোন্ডা (যার নং-পাবনা-হ-১৫-৩২৪২) যোগে শাহজাদপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। পথিমধ্যে ডেমরা-বাঘাবাড়ি সড়কের সাঁথিয়া উপজেলার ছোট পাথাইল হাট নামক স্থানে পৌছা মাত্রই ডেমরা গামী মিটি ট্রাক(যারনং-ঢাকা মেট্রো ন-১৯-৭৬৩৩) মুখোমুখিসংর্ঘষে হোন্ডা চালক আব্দুল মতিন ঘটনাস্থলেই নিহত হন। বাকী আরোহী জুয়েল ও সুরুজ্জামান এনায়েতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেও মৃতু ঘোষণা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে সড়ক দুঘটনার খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাক ও হোন্ডা জব্দ করা হয়। ট্রাক চালক পালাতক রয়েছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
.jpg)







